সমাজ সেবায় নিবন্ধিত হয়েছে কচুয়ার গুতপুর এ ছাত্তার এতিমখানা

চাঁদপুর:  চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং পাথৈর ইউনিয়নের বড়দৈল এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুতপুর এ ছাত্তার এতিমখানা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত হয়েছে।

গত ২৮ নভেম্বর নিবন্ধনের কাগজ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফয়েজ আহম্মদ স্বপন এর হাতে তুলেদেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভাপতি ফয়েজ আহম্মদ বলেন, তার পিতা এ ছাত্তার এতিমখানাটি স্থানীয় এতিম শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠান করেন। যার কারণে এতিমদের পড়া ও যোগ্য নাগরিক হওয়ার সুযোগ হয়েছে। প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের এই প্রতিষ্ঠানটি নিবন্ধন দেয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম