সমাজসেবক খোরশেদ আলমের শীতবস্ত্র বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মোঃ খোরশেদ আলম জমাদারের ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে সুজাতপুর বাজার বিএনপি কার্যালয়ে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নান।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাশার, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম ভান্ডারী সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মমরুজকান্দি ও ইসলামাবাদের কয়েকশত শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

খোরশেদ আলম জমাদার বলেন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন যাতে চাঁদপুর-২ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া চাই।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম