
চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সরকারি দপ্তর সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।
চাঁদপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর পৌর শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের বিপনিবাগ পার্টি হাউসে এ সম্মেলনের আয়োজন করে চাঁদপুর পৌর ইসলামী আন্দোলন।
পৌর তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারি দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা নুরুল করীম আকরাম।
তিনি বলেন, আজ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, স্বাধীনতার বায়ান্ন বছর পরেও মানুষ স্বাধীনতার পূর্ণ স্বাদ পায়নি। বাংলাদেশের মানুষ যে অধিকার আদায়ের জন্য ১৯৭১ এ হাতে অস্ত্র তুলে নিয়েছিল, আজও সে অধিকার থেকে বঞ্চিত। আজ মানুষের ভাতের অধিকার নেই, ভোটের অধিকার নেই। এই ফ্যাসিবাদি সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়। ইসলাম হলো সাম্য, মানবতা ও ন্যায় বিচারের ধর্ম। তাই জনগণের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে হাতপাখার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। মানবতার চরম দূর্দিনে ইসলামী আন্দোলনই জনগণের একমাত্র ভরসা। তাই পাড়ায় মহল্লায় গ্রামে-গঞ্জে ইসলামী আন্দোলনের শক্তিশালী দুর্গ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমরা সরকারের পতন চাই না, পদত্যাগ চাই। যদি স্বসম্মানে আপনি পদত্যাগ করেন, তাহলে কিছুদিনের জন্য হলেও ইতিহাসের পাতায় বেঁচে থাকতে পারবেন। অন্যথায় এদেশের মানুষ আপনার পতন ত্বরান্বিত করে আপনাকে ইতিহাসের আস্তা কুড়ে নিক্ষেপ করবে। এখনো সময় আছে আপনি সংখানুপাতিক হার (PR) পদ্ধতি প্রবর্তন করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।
পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান।
পৌর ইসলামী আন্দোলনের সেক্রেটারি মোহাম্মদ শরীফ হোসেন মৃধারপরিচালনায় প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন, পৌর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি কারী শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহসান উল্লাহ, পৌর যুব আন্দোলনের সভাপতি মাওলানা ওমায়ের খান রাহাত, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি আহমদ ফরহাদ হোসাইন।
এছাড়াও ইসলামী আন্দোলনের বিভিন্ন ওয়ার্ড প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
ফম/এমএমএ/