সভ্যতা খেঁকো

কবি-মোঃ সালাহ্উদ্দিন হাজরা
শোকুনের চোখ গিলে খাচ্ছে স্বপ্ন যাত্রা
ভেঙ্গে ফেলছে কুটির স্বর্গবাস
কয়লার খনি অমাবস্যার ধ্বনি হৃৎপিণ্ড
চোখে জাহান্নাম টগবগ করে আগুনের শিষ
আটকে দেয় গতিপথ সভ্যতার বিষফোঁড়া
খসে পড়া এক অভিশাপ
নর্দমার কীট
তবুও পরিচয় দেয় মানুষ।
কথার চাবুক পাথরের বুক
প্যাঁচার মুখ
হিটলারি চিন্তা চেতনা
খুনির রক্ত শয়তানের ভক্ত
লোভের নিদ্রায় আচ্ছন্ন
ফাটা বাঁশের হাসি যক্ষ্মার কাশি
কপালে চন্দ্রবিন্দু ভাঁজ
তবুও পরিচয় দেয় মানুষ।
মনুষ্যত্বের ঘরে তালা
পশুত্বের ঘর খোলা
মাড়িয়ে চলছে মানুষের অধিকার
আশা-আকাঙ্ক্ষা
স্বার্থের ভূমিকম্পে টালমাটাল
কীটনাশক মিশ্রিত দূষিত জলের মতো
দূষণ বাড়াচ্ছে সমাজের
তবুও পরিচয় দেয় মানুষ।
অবয়বে জাতে ঠাঁই
আচার আচরণে পশু
সমাজের আতংক
মানব সমাজ থেকে
পশুদের সমাজে গেলেই
মানুষগুলো বেঁচে যেতো
চিন্তার বিষয় সভ্যতা খেঁকোকে
পশুরা গ্ৰহণ করবে তো?
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’ গ্ৰুপ
চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০

ফোকাস মোহনা.কম