সভ্যতার আমলনামা

কবি মোঃ সালাহ্উদ্দিন হাজরা

সময়ের ঘূর্ণিপাকে পাওয়া সভ্যতা
এক মস্ত বড় স্বপ্নের বেলুন
স্বপ্ন নিয়ে উড়ছে তো উড়ছেই
ভেতরে জঞ্জাল আর জঞ্জাল
মানুষের অহংবোধ যুদ্ধ যুদ্ধ খেলা
অভাব আভিজাত্যের জীবন্ত ভাস্কর্য
অট্টালিকার পাশে খসে পড়া স্বপ্ন বস্তি
রাজকন্যা পথ শিশুর সাথে দাঁড়ানো
এক বিরল সেলফির দৃশ্য।
শোকের প্লাবন গণকবরে
লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের ঢল
সীমান্তের কাঁটাতারগুলো গলার কাঁটা
পিপাসার্ত মরুভূমি খুঁজে বেড়ায় সমুদ্র
ক্ষুধার্তের কাছে সভ্যতা আগুনের লেলিহান
কঙ্কাল দেহ নিয়ে পুড়ছে
সভ্যতার উপর তলায় বুঝি জান্নাত
উপরে উঠার আশা ঘুম কেড়ে নিয়েছে মানুষের।
বহু সভ্যতার কবরের পর
আজকের আধুনিক সভ্যতার জন্ম
কতটুকু সভ্য হতে পেরেছে মানুষ
পৃথিবীতে ছড়িয়ে থাকা অভুক্ত
মানুষগুলোর দৃষ্টিতে লিপিবদ্ধ আছে
আধুনিক সভ্যতার আমলনামা।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’ গ্ৰুপ
চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০

ফোকাস মোহনা.কম