চাঁদপুর: আগামী ২ ও ৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষে বিভাগীয় পর্যায়ে তৃণমূল কর্মীদের নিয়ে প্রতিনিধি সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে সভাস্থল তৈরীর কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে সভার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, মেয়র মো. জিল্লুর রহমানসহ নেতৃবৃন্দ।
এ সময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ স্টেডিয়াম মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন এবং আওয়ামী লীগের নেতবৃন্দের সাথে প্রস্তুতি সর্ম্পকে খোঁজ খবর নেন এবং কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আপনাদের সভা শান্তিপূর্ণভাবে সফল হউক এটাই আমরা চাই। আপনাদের সহযোগিতা করার জন্য আমরা পাশে আছি। কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে দিকে সতর্ক থাকতে হবে।
পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ বলেন, আপনাদের সম্মেলনকে কেন্দ্র করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। আমরাও চাইনা কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ, টিএসআই জহিরুল ইসলাম ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সরদার, সন্তোষ কুমার দাস, উপদেষ্টা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ্ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মজিবুর রহমান ভূঁইয়া, শাহির হোসেন পাটওয়ারী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/