সব বাধা পেরিয়ে মুক্তিযুদ্ধের মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ উন্নতি আর সমৃদ্ধির পথে : এমএ কুদ্দুস 

মতলব উত্তর (চাঁদপুর): ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম, এ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, চাঁদপুর জেলা সংসদের সাবেক কমান্ডার মিয়া মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোঃ মাসুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানসহ বীর মুক্তিযোদ্ধাগণ,  উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও  স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, একাত্তরের বীভৎস গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়। সব বাধা পেরিয়ে মুক্তিযুদ্ধের মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ উন্নতি আর সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে বলেও মনে করেন তিনি। উন্নত সমৃদ্ধ দেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান এম এ কুদ্দুস।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করার মধ্যদিয়েই আমরা একাত্তরের গণহত্যায় জীবনদানকারী প্রতিটি প্রাণের প্রতি জানাতে পারি আমাদের চিরন্তন শ্রদ্ধাঞ্জলি।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম