চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুরের নবাগত ইউপি সচিব এম এ কুদ্দুছ রোকন যোগদান করেছেন। রবিবার তিনি সদ্য বিদায়ী ইউপি সচিব ফজলুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। পরে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে কাগজ পত্র বুঝে নেন।
এ সময় ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) চাঁদপুর জেলার সভাপতি সুলতান মাহমুদ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/