সবাইকে নিয়ে বৈষম্যমুক্ত দেশ গড়তে এনসিপি ঐক্যবদ্ধ

চাঁদপুর: এনসিপি নবগঠিত চাঁদপুর জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে  প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী মাহবুব আলম এর নেতৃত্বে  চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম। 
প্রধান সমন্বয়কারী মাহবুব আলম বলেন, এনসিপি চাঁদপুর জেলা ও সদর সমন্বয় কমিটি গঠিত হওয়ার পর সৌজন্যে সাক্ষাৎ করার উদ্দেশ্য চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আজকের মতবিনিময়। প্রশাসনের সাথেও আমরা শুভেচ্ছা বিনিময় করেছি। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে সাংবাদিকদের অনেক ত্যাগ রয়েছে। অনেক সাংবাদিক জীবন দিয়েছে। ফ্যাসিবাদ সরকার পতনে জুলাইয়ের আন্দোলনে সাংবাদিকদের অবদান জাতি কখনো ভুলবে না। এনসিপি গঠন হয়েছে ফ্যাসিবাদী আচরণ রুখতে। সবাইকে নিয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে এনসিপি ঐক্যবদ্ধ। আগামীদিনে চাঁদপুর সাংবাদিক নেতৃবৃন্দের সকল ধরণের সহযোগিতা আমরা প্রত্যাশা করি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমন্বয় কমটির যুগ্ম সমন্বয়কারী ও সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, চাঁদপুর জেলার যুগ্ম সমন্বয়কারী ও প্রধান সমন্বয়কারী মতলব উত্তর উপজেলার নবীর হোসেন, সাইফুর রহমান গাজী যুগ্ম সমন্বয়কারী চাঁদপুর সদর উপজেলা ও জেলা সমন্বয়কারী কমিটির সদস্য,  আমানুল্লাহ পাটোয়ারি, যুগ্ন সমন্বয়কারী চাঁদপুর জেলা,আহমেদ সজিব যুগ্ম সমন্বয়কারী কচুয়া উপজেলা,সদস্য, চাঁদপুর জেলা কমিটি,জান্নাতুল নাইমা চাঁদপুর জেলা ও সদর কমিটির সদস্য, সজীব গাজী চাঁদপুর সদর উপজেলা সদস্য, আরিফ হোসেন চাঁদপুর সদর উপজেলা সদস্য, ইয়াসিন দেওয়ান চাঁদপুর সদর উপজেলা সদস্য, আল হাবিব চাঁদপুর সদর উপজেলা সদস্য, সাইফুল ইসলাম চাঁদপুর সদর উপজেলা সদস্য।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম