সন্ত্রাস ও মাদক নির্মূল করতে হলে খেলাধুলাই সর্বোত্তম পন্থা : সেলিম আকবর

চাঁদপুর শহরের বিষ্ণুদী ইয়াং স্টার ক্লাবের খেলা পরবর্তী সভায়

চাঁদপুর শহরের বিষ্ণুদী ইয়াং স্টার ক্লাবের সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা এডভোকেট সেলিম আকবর।
চাঁদপুর:  চাঁদপুর শহরের বিষ্ণুদী ইয়াং স্টার ক্লাবের ফুটবল খেলার পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ও বিষ্ণুদী ক্লাবের সভাপতি এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য এডভোকেট সেলিম আকবর।
রোববার ( ২৬ সেপ্টেম্বর ) রাতে শহরের ব্যাংক কলোনী ভাষাসৈনিক মরহুম এডভোকেট আবুল ফজলের চেম্বারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এমএ খালেক মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা হাজী মনিরুল ইসলাম মিজি।
সভায় ক্লাবের নতুন কমিটি ও সদ্য অনুষ্ঠিত হওয়া ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহ অন্যান্য বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন  চাঁদপুর প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও ক্রীড়া সাংবাদিক অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম, ক্লাব কর্মকর্তা রাসেল খান পায়েল, ওজি উল্লাহ মিয়া জিন্নাহ, এডভোকেট বদরুল আলম চৌধুরী, জাহাঙ্গীর হোসেন সুজন, শাহীন কবির, জাহিদ হাসান মিলন, রনি তালুকদার, ফজলে রাব্বী প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূল করতে হলে খেলাধুলাই সর্বোত্তম পন্থা । খেলাধুলা সাথে পড়াশোনায় ও মনোযোগী হতে হবে খেলোয়াড়দেরকে। ক্লাবের মাধ্যমে এলাকা থেকে ফুটবলার ও ক্রিকেটার সহ অন্যান্য ক্রীড়াবিদ তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, চাঁদপুরের অন্যান্য এলাকার তুলনায় বিষ্ণুদী এলাকায় অনেক খেলোয়াড় রয়েছে। আমরা চাই আমাদের বিষ্ণুদী ইয়াং স্টার ক্লাবের মাধ্যমে প্রত্যেকটি ক্রিড়ার ইভেন্টে খেলোয়াড় তৈরি করতে। আমরা চাঁদপুর পৌরসভার মেয়র এর থেকে ক্লাবের জন্য জমি চেয়েছি। আমাদের ক্লাবকে যদি পৌরসভা থেকে একটি জায়গার ব্যবস্থা করে দেওয়া হয় ,তাহলে আমরা এই ক্লাব থেকে ফুটবল ও ক্রিকেটার সহ বিভিন্ন ইভেন্টের খেলোয়ার উপহার দিতে পারব।
সভা শেষে ক্লাবের উপস্থিত সকল সদস্যদের সিদ্ধান্ত মতে নতুন কমিটি গঠন করা হয়।
ফম/এমএমএ/

চৌধুরী ইয়াছিন ইকরাম | ফোকাস মোহনা.কম