সন্তান রেখে যুবকের সাথে প্রবাসীর স্ত্রী উধাও

প্রতিকী ছবি।

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজারে সুজন নামে এক যুবকের সাথে প্রবাসীর বউ উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানাযায়, পুরান বাজার ৪ নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামদী এলাকার দুদু মিয়ার ছেলে ইকরামুলের সাথে একই বাড়ির আব্দুল সোবাহান মোল্লার মেয়ে ফারজানা আক্তার রুমির প্রায় ১১ বছর পূর্বে বিবাহ হয়। তাদের ফারিয়ান হোসেন ইমতু নামে এক পুত্র সন্তান রয়েছে। গত ১ বছর পূর্বে ইকবার প্রবাসে যায়। প্রবাসে যাওয়ার পর থেকেই রুমি সুজন নামে এক ছেলের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে ইকরামের পরিবার রুমির পরিবারকে জানায়। কিন্তু রুমির পরিবার রুমিকে শাষন না করে উল্টো ইকরামের পরিবারকে হুমকি ধুমকি দিতে থাকে এবং পর্যায়ে রুমি সুজন নামে সেই যুবকের সাথে উধাও হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হয়। পূনরায় গত কয়েকদিন পূর্বে রুমি আবার সুজন নামে সেই ছেলের সাথে উধাও হয়ে যায়।

এবিষয়ে ইকরামের বাবা দুদু মিয়া বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে ইকরামের পরিবার রুমির পরিবাররের ধারা যেকোন সময় বড় ধরনের ক্ষতির আশংকা করেন।

এবিষয়ে ইকরামের বাবা দুদু মিয়া জানায়, আমার ছেলের সাথে রুমির প্রায় ১১ বছর পূর্বে বিবাহ হয়। ফারিয়ান হোসেন ইমতু আমার এক নাতিও রয়েছে। আমার ছেলে গত ১ বছর পূর্বে বিদেশ যায়। বিদেশ যাওয়ার পর থেকে রুমি সুজন নামে এক ছেলের সাথে পরকীয়ার আসক্ত হয়ে পড়ে। বিষয়টি আমি রুমির পরিবারকে জানালে তারা তাকে বারন না করে উল্টো আমাদের হুমকি ধুমকি দিতে থাকে। গত কয়েকদিন আগে সে ওই ছেলের সাথে উধাও হয়ে যায়। এর আগেও সে এই ছেলের সাথে উধাও হয়ে গিয়েছিলো।

ইকরাম রুমির ছেলে ইমতু বলেন, আমার আম্মু চলে গেছে। আগেও ওই ছেলে তিনদিন আমাদের বাসায় এসেছিল।

তবে এবিষয়ে রুমির পরিবার জানায়, বিষয়টি আমাদের নিজেদের মধ্যে। আমরা নিজেরাই বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম