কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপন লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে পৌরসভা কর্তৃক আয়োজিত পৌর সভার ৭ টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজমুল আলম স্বপন।
এ সময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা। শারদীয় দূর্গাপূজার উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। শারদীয় দূর্গোৎসবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। তাছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত সদস্য, আওয়ামী লীগ সহযোগী সংগঠনের কর্মী সমর্থকগণ ছাড়াও নিজস্ব স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্বে নিশ্চিত করবে।
কচুয়া উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভূষন মজুমদার তাপুর সভাপতিত্বে ও কচুয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ¦ল কৃষ্ণের পরিচালনায় বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন চন্দ্র দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, কচুয়া উপজেলার পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার কর, সহ-সভাপতি শিবু লাল সাহা, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি তাপস পোদ্দার, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক মজুমদার সোহাগ, করইশ দূর্গা মন্দির কমিটির সভাপতি তপন চন্দ্র ভৌমিক, পৌর পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক তাপশ সাহা প্রমূখ।
ফম/এমএম/ইসমাইল/