দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূলপর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, পুরানবাজার-এর শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-গ্রুপ গঠন বিষয়ক সভা গতকাল ২৫ নভেম্বর ২০২১ চাঁদপুর চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, পুরানবাজারে অনুষ্ঠিত হয়।
চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রিক ১৫ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন সনাকের সাবেক সভাপতি ও প্যাক্টা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ জসিম উদ্দিন খানকে-কে সমন্বয়কারী এবং লিটন গাজী ও বিথী নন্দী-কে সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন, উৎফল চন্দ্র দাস, জান্নাতুল ফেরদৌসী, সঞ্জয় চন্দ্র মজুমদার, রোজিনা আক্তার, মোঃ আক্তার বেপারী, অনামিকা নন্দী, মোঃ ফজলুর রহমান রুবেল, মোঃ জুয়েল হোসেন, স্বর্ণালী দাস, রাজীব ভৌমিক, কুলছুমা আক্তার ও মোঃ আবু তৈয়ব গাজী।
এসময় উপস্থিত ছিলেন, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান, টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের তপাদার, চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মৃনাল কান্তি দাস ও সনাক সদস্য রফিক আহমেদ মিন্টুসহ ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের দলনেতা, সহ-দলনেতা ও সদস্যবৃন্দ।
ফম/এমএমএ/