
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) সাখাওয়াত জামিল সৈকতের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
সোমবার ( ৪সেপ্টেম্বর) দুপুর ১টায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকতের সাথে সৌজন্য শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
শুভেচ্ছা বিনিময়কালে চাঁদপুর সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত সাংবাদিকদের বলেন, আমাদের সকলের কাজের প্রতি সচেতন হতে হবে। আমি চাই সদর উপজেলায় সকল কাজ স্বচ্ছ হউক। আমাদের উপজেলায় অনেক কাজ করতে হয়। উপজেলার অনেক কমিটির সভাপতি দায়িত্ব পালন করতে হয়। তাই সকল কাজ ভালোভাবে যাছাই-বাছাই করে করছি। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চাই ।
তিনি বলেন ,চাঁদপুরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ ।এতে করে আমাদের কাজ করতে সুবিধা হয় । চাঁদপুর প্রেসক্লাবের বিশাল ভবন রয়েছে , যেটা অন্য জেলা দেখা যায় না ।
আমি মুক্তিযোদ্ধাদের সম্মান জানাই, কারন তাদের জন্যই আমরা আজ স্বাধীনতা অর্জন করেছি। দেশের স্বার্থে, জনস্বার্থে আমাদের কাজ করতে হয়। আমাদের চাকুরী বিধি দ্বারা নিয়ন্ত্রিত। আমরা সবসময় ডিসক্রেডিটগুলো নিবো, ক্রেডিটগুলো আমরা নিব না। কাজ করলে সকল জায়গায় একটা মায়া তৈরি হয়।
তিনি বলেন, আমরা যে জীবন কাটিয়ে দেই, তা আর ফিরে আসেনা। এটা আমাদের একমূর্খী যাত্রা। আমরা যে কার্যক্রম করছি তা ফেসবুকে দেওয়ার চেষ্টা করছি।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীও শুভেচ্ছা বিনিময়কালে চাঁদপুর সদর উপজেলা নিবাহী অফিসকে জনবান্ধব করা ,উপজেলা নিবাহী অফিসের অধীন সকল সামাজিক নিরাপত্তা কমসূচী ও উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পরামশ দেন ।
শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের হাতে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার কপি প্রদান করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামাল, সিনিয়র স্টাফ রির্পোটার গাজী ইমাম হাসান,স্টাফ রিপোর্টার মো:রানা সরকারসহ সাংবাদিকবৃন্দগণ ।
ফম/এমএমএ/