সদরের তরপুরচন্ডীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

চাঁদপুর: ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের পরিবারের নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি চলমান আছে। তারই অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেরার তরপুরচন্ডী ইউনিয়নে টিসিবি কার্ডের পন্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির এই পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়। ইউনিয়নের ৭৪০ পরিবার ভর্তুকি মূল্যে এসব পন্য সামগ্রী পেয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্ধোধন করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, তরপুরচন্ডী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মনসুর আহম্মেদ, সরকারি প্রতিনিধি সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নুরজাহান বেগম, ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক শাহআলম দর্জি, ইউপি সদস্য ইয়াসিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার প্রচার সম্পাদক নিজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্যরা এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম