সড়কে কোন অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না : কামরুল হাসান

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ আগষ্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)এ এস এম মোসা।

জেলা প্রশাসক বক্তব্যে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সড়কে কোন অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না। প্রতিনিয়ত এই জেলায় নাম্বার বিহীন গাড়ির সংখ্যা বাড়ছে। যার কারণে সড়ক দুর্ঘটনার মত ঘটনা ঘটছে। তাই এখন থেকে প্রতিটি উপজেলায় অবৈধ যানবাহন আটক করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

ডিসি বলেন, জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কাজ করছে স্থানীয় প্রশাসনের সকল বিভাগ। মাদক ও চোরাচালান রোধে আমাদের আরোও বেশী করে কাজ করতে হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। চাঁদপুরে কিশোর গ্যাং প্রতিরোধে সবাকেই সচেতন হতে হবে। যারা কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয় তাদেরকে চিহিন্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারলে দ্রুত কিশোর গ্যাং নিরসন সম্ভব হবে।

তিনি বলেন, সন্ধ্যার পর তরুনদের বেপোরোয়া আড্ডা কমানোর জন্য জনপ্রতিনিধিসহ সকলের সচেতনত হতে হবে। সন্ধ্যার পর কোন ভাবেই ছাত্র-ছাত্রীরা কোন খোলা জায়গায়, মাঠে বা বাহিরে আড্ডা দিতে পারবে না। কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকরা দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আপনার সন্তানের সার্বিক দিক বিবেচনা করার দায়িত্ব প্রত্যেক অভিভাবকদের।

জেলা প্রশাসক বলেন, বাবুরহাট বাজারের প্রবেশ মুখে খুব জ্যাম পড়ে। এটি নিরসনে আমরা উদ্যোগ নিবো। শহরের ওয়ারলেস বাজার এলাকায় জমে থাকা পানি নিস্কাশনের ব্যবস্থা করা হবে। এছাড়াও বড় স্টেশন মোলহেডে ছবি তোলা নিয়ে দর্শানার্থীদের হয়হারি বন্ধ করার জন্য নৌ পুলিশ আরোও কার্যকর ব্যবস্থা গ্রহন করবে। সবাই মিলে কাজ করলে ভালো কিছু করা সম্ভব। সরকারি সকল কর্মকর্তারা নিজেদের কার্যক্রম ও কাজের ব্যাপারে সচেতন থাকতে হবে।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, এনএসআই উপপরিচালক শাহ আরমান, নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন প্রমুখ।

চাঁদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজসহ সড়ক ও জনপদ, নৌ পুলিশ, আনসার ভিডিপি, কোস্ট গার্ড, বিটাক, মৎস্য বিভাগসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম