সঠিক প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে : এসপি সাইফুল ইসলাম

সপ্তাহব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

চাঁদপুর: বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের পদমর্যাদাভিত্তিক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির ১২ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী পুলিশ সদস্যদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
প্রশিক্ষনে উত্তীর্ণকারী প্রশিক্ষণার্থীগণকে সনদ প্রদানসহ পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বছরব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। সঠিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্য বিকাশ ঘটে। আধুনিক ও উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ মাইলফলক হিসেবে সংযোজিত হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/