সকল ধর্মের মানুষই রাষ্ট্রের নাগরিক: দীপু মনি

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু বলেছেন, উন্নত সমৃদ্ধশীল দেশ গঠন করতে সকলকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। কে কোন ধর্মের সেটা বড় বিষয় নয়। সকল ধর্মের মানুষই রাষ্ট্রের নাগরিক। আপনাদের যখন যে বিষয় নিয়ে আমার কাছে আসা হয়, আমি সে বিষয়গুলো দ্রুত সমাধান করার চেষ্টা করেছি।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে নতুনবাজরস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জেনে শুনে কোন দোষ কিংবা অন্যায় করিনি। অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে। তবে আপনারা সজাগ থাকবেন। আমরা যদি আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে পারি, তাহলে বৈষম্যটা আর থাকবে না। এই বৈষম্যটা মন থেকে উপড়ে ফেলতে হবে। মানুষকে মানুষ ভাবতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন-সংগঠনের উপদেষ্টা অজয় কুমার ভৌমিক।

এ সময় সংগঠনের উপদেষ্টা রাধা গবিন্দ গোপ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৃনাল কান্তি সাহা, অ্যাডভোকেট ভাষ্কর দাস, শিপ্রা দাস, মিদৃলা সাহা, সুশিল সাহা, নারায়ন ভৌমিক, জয়রাম রায়, তপতি করসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম