
চাঁদপুর: সম্প্রতি সময়ে চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ বেশ কয়েকটি ভেজাল বিরোধী অভিযান করেছে। এসব অভিযানে অধিকাংশ খাদ্যদ্রব্যে ভেজাল পাওয়াগেছে। শিয়ালের মাংশ গরুর মাংশ বলে বিক্রি করতে গিয়ে হাজীগঞ্জ বাজারে দুইজন অর্থদন্ড দিয়েছেন। ফরিদগঞ্জে একই ঘটনা হয়েছে পরবর্তীতে। সেখানে একজনকে জরিমানা করা হয়েছে।
সম্প্রতি সময়ে হাজীগঞ্জে জব্দ হয়েছে পচা গরুর মাংশ। সেখানে রয়েছে বিরাট একটি সিন্ডিকেট। এসব মাংশ বিক্রি হয় চাঁদপুরের কিছু খাবার হোটেলে।
স্থানীয় গনমাধ্যমে প্রকাশিত সংবাদগুলোর তথ্য বলছে, চিকিৎসা সেবা, ফার্মেসী, বেকারী, খাবার হোটেল, মাছের দোকান, মুদি দোকান, চালের আড়ৎ, বিরিয়ানি দোকান, মিষ্টির দোকান, কুরিয়ার সার্ভিস, ফাস্টফুডের দোকান, হোমিও ফার্মেসী ইত্যাদি ব্যবসা প্রতিষ্ঠানে ভেজালের এক রাজ্য গড়ে তুলেছে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট।
এদেরকে জরিমানা করে সতর্ক করে দেয়া হলেও একই অপরাধে আবারও জড়িত হচ্ছে। জরিমানা করেও সরকারি সংস্থাগুলো তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারছে না।
চলতি বছরের বিভিন্ন সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তাদের অভিযান বহু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক নুর হোসেন জেলা সদর ও উপজেলার সংশ্লিষ্ট থানা পুলিশের সার্বিক সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এতে পৌরসভার কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীরাও সহযোগিতা করছেন।
এদিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চাঁদপুর শহরের পাল বাজার ও ইছলিঘাট এলাকায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ১৫ করা জরিমানা করা হয়েছে। সহকারী পরিচালক নুর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ফম/এমএমএ/