
চাঁদপুর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই অতিদ্রুত আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সংস্কার সংস্কার নামে বিলম্ব করবেন না। সংস্কারের নামে টালবাহানা চাই না।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। এতে যারা বিজয়ী হবেন, তাদের বিষয়ে কোন আপত্তি থাকবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এটিকে আমরা মনে করি ষড়যন্ত্র। যারা এই ষড়যন্ত্র করে তাদেরকে গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই।
মিন্টু বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত। বিগত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা বহু নির্যাতন, জুলুম, হামলা-মামলা, গুমের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট সরকার একেবারে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আমাদের নেতাকর্মীদের নামে প্রায় ৬০ হাজার মামলা করেছে। খুবই কষ্টের মধ্যে নেতাকর্মীদের বিগত বছরগুলো অতিবাহিত হয়েছে।
এই নেতা বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। যতদিন দাবী পুরন না হবে, আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের নেত্রী অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন। দ্রুত সুস্থ্য হয়ে তিনি দেশে ফিরে আসবেন।
তিনি বলেন, দেশের প্রত্যেকটি শহরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। এটিসহ অন্যান্য কারণে দেশ জুড়ে এ ধরণের জনসমাবেশ হচ্ছে। যখন নির্বাচন হবে, প্রতিটি ভাই-বোন একসঙ্গে কাজ করবো। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোস্তাক মিয়া।
বক্তব্য দেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান আবু তাহের, ফরিদগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ লায়ন হারুনুর রশিদ ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ সেলিম, সদর থানা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি ও সদস্য সচিব হারুনুর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, আব্দুস শুক্কুর পাটওয়ারী, দেওয়ান শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ মুনীর চৌধুরী, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, জহির উদ্দিন বাবর ও আফজাল হোসেন প্রমূখ।
জনসমাবেশে জেলা বিএনপি, ৮ উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ফম/এস.পলাশ/এমএমএ/