
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ জাতীয় নির্বাচন মেনে নেবে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন সূর্যোদয় হয়েছে তা কোনো অবস্থাতেই ম্লান করা যাবে না। একটি দলের কাছে কোনো অবস্থাতেই নতিস্বীকার করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, একটি দল নির্বাচনের জন্য মরিয়া হয়ে ওঠেছে। বিগত ১৬ বছেরের ইতিহাস বেমালুম ভুলে তারা সেই ফাসিস্টগোষ্ঠীকে নির্বাচনে আনতে চায়। তাদের মতলব কি তারা কি চায় এটাও স্পষ্ট নয়। আগে সংস্কার পরে নির্বাচন এর বাইরে জনগণ কিছু জানতে চায় না। আওয়ামী ফ্যাসিবাদের জন্য যাদের মায়া হয় তাদের উদ্দেশ্যে তিনি বলেন, চব্বিশের গণহত্যাসহ বিগত ১৬ বছরের সকল গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে তারাও ফ্যাসিস্টদের দোসর হিসেবে চিহ্নিত হবে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, জনগণের অভূতপূর্ব সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায়। জনগণের মেসেজ বুঝতে চেষ্টা করুন। জনগণ আর রক্ত দিতে চায় না। সংস্কারবিহীন নির্বাচন করে বাংলাদেশ নতুন কেনো ফ্যাসিবাদের জন্ম দেখতে চায় না।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের কথা বলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। গণমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সর্বোপরি আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাই। আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের বিকল্প নেই উল্লেখ করে তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশগঠনে ইসলামের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আজ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডী ইউনিয়ন ৭ ও ৮নং ওয়ার্ড কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল জাব্বার বেপারির সভাপতিত্বে ও মুহাম্মদ মামুন মিজির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা ইসলামী আন্দোলন সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ, ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন সভাপতি মারুফ সরদার, আলহাজ জাহাঙ্গীর গাজী, আব্দুল কুদ্দুস খান, মাওলানা জহিরুল ইসলাম, উসমান গাজী প্রমুখ।
ফম/এমএমএ/