চাঁদপুর: দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করতে সংবাদ সম্মেলন করে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দীন।
সোমবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আগামিকাল ১৪ নভেম্বর (মঙ্গলবার) জেলা প্রশাসকের কাছে তার পদত্যাগ পত্র জমা দিবেন।
সংবাদ সম্মেলনে গাজী মাঈনুদ্দিন বলেন, তৃণমূল নেতৃবৃন্দের ইচ্ছার বহিঃপ্রকাশ বাস্তবায়নে আমি আগে থেকেই পদত্যাগ করলাম। পদে থেকে জনসংযোগ ও রাজনৈতিক তৎপরতা ভালোভাবে চালিয়ে যাওয়া সম্ভব না বলেই পদত্যাগ করেছি।
তিনি বলেন, আমার যথেষ্ট জনসমর্থন আছে এবং নেতাকর্মী ও সমর্থকরা আমার সাথে আছেন। দলের মনোনয়ন পেলে সংসদ নির্বাচনেও আমি জয়লাভ করব বলে আশাবাদী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একটি দল করি। দলের বাহিরে এক কদমও পা দেবোনা। আমি পদত্যাগ করেছি নির্বাচন করার জন্য।
নৌকা না পেলে আপনি নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচনের জন্য প্রস্তুত।
এদিকে পদত্যাগের ঘোষণার পর সোমবার তিনি নির্বাচনী এলাকা হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকায় মোটরসাইকেল বহর নিয়ে বিশাল শোডাউন করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, জেলা পরিষদের সদস্য বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক হেলাল, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, এ কে এম মজিবুর রহমান, মোস্তফা কামাল মজুমদার, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, সাধারণ সম্পাদক অমল কান্তি ধর, কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মিকন, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ, বড়কুল পূর্ব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, হাটিলা পূর্ব ইউনিয়নের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, হাটিলা পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল আলম পাটওয়ারী রাসেল, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক অলিউল্যাহ অলি, গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দ্বাদশগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান বলি খোকন, সাধারণ সম্পাদক আবু ইউসুপ গাজী মোহন’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/