
চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক।
চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ যুবদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন চাঁদপুর জেলা যুবদল। সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক সরোয়ার গাজী, সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম খান নজু, চাঁদপুর শহর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবীর খোকা, সিনিয়র যুগ্ন আব্দুর রাজ্জাক হাওলাদার ,জেলা যুবদলের যুগ্ন সম্পাদক পারভেজ আলম রবিন প্রমুখ।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন চাঁদপুরের যুবদলের সাথে জড়িত কিছু কিছু নেতাকর্মী সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িয়ে পড়েছেন। সংগঠনবিরোধী কার্যক্রমের সাথে যারা লিপ্ত থাকবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে যুবদল। তারা আরো বলেন বর্তমান সরকার কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইসহ কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশে যুবদলের নেতৃবৃন্দ নামে মিথ্যা মামলা দিয়ে আসছেন। সরকারের দেওয়া বিভিন্ন মিথ্যা মামলায় কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ সহ চাঁদপুর জেলা সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ মিথ্যা মামলায় কারা ভোগ করে আসতেছেন। আমাদের এই সমস্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। আর না হলে সরকারের বিরুদ্ধে চাঁদপুর থেকে জেলা যুবদল আন্দোলন সংগ্রামের ডাক দিবেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ,সদর ও পৌর যুবদল সহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ফম/এমএমএ/