চাঁদপুর :চাঁদপুরে সদ্য যোগদান করা নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুর ইসলাম বলেছেন, সময়ের প্রয়োজনে সাংবাদিকগণের সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে আমার কাছে কে কোন সংগঠনে রয়েছেন সেটি মুখ্য নয়। বরং আপনি একজন সাংবাদিক এবং এক্ষেত্রে আপনি কোন মিডিয়ার সাংবাদিক সেটিই মুখ্য বিষয়। আর তথ্য প্রাপ্তিতে জেলা পুলিশের সহযোগিতায় কোন কমতি থাকবে না এটুকু বলতে পারি।
মঙ্গলবার (১ আগষ্ট) মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত সাংবাদিকতায় আমরা এ স্লোগানকে লালন করা চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, কোন ব্যক্তির দায় পুলিশ বিভাগ নিবেনা। সেক্ষেত্রে আপনারা পুলিশের অনিয়ম পেলে অবশ্যই লিখতে কৃপণতা করবেন না। প্রয়োজনে আমাকে অবগত করতে দু’বার ভাববেন না। আমি সাথে সাথে ব্যবস্থা নিবো।
পুলিশ সুপার আরও বলেন, সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহ জেলা পুলিশ হস্তক্ষেপ করবেনা। আপনারা সমাজের আইন-শৃঙ্খলা অবনতিজনিত যেকোন কিছু আমার নজরে আনলে বিশ্বাস রাখুন কাজ হবে। আর এ কাজ করতে করতেই একসময় আপনাদের সাথে আমার ঘনিষ্ঠতাও হবে।
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সিনিয়র সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী,সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, রফিকুল ইসলাম বাবু, এনায়েত মজুমদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, প্রচার সম্পাদক ও দৈনিক সংবাদ এর চাঁদপুর প্রতিনিধি শ্যামল সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ হোসেন অপু চৌধুরী, মহিলা সম্পাদিকা সাবিত্রী রানী ঘোষ, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন, আব্দুল গণি, ইফতে খায়রুল আলম, এম এম কামাল, মোঃ জাবেদ হোসেন, শ্যামল দাস, রোকনুজ্জামান রোকন ও গোলাম নবী খোকনসহ অন্যরা।
বক্তারা, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে সাংবাদিকদের সম্পর্কের নানাদিক তুলে ধরেন। একই সাথে পূর্বের ন্যায় যাতে পুলিশ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে সেই প্রত্যাশা ব্যাক্ত করেন।
এসময় চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার মনিস দাস, ডিআইও ওয়ান মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/