সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন গঠনের দাবীতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২ সেপ্টেম্বর 

কুমিল্লা: “ধর্ম যার যার- রাষ্ট্র সবার”- এই শ্লোগান সামনে রেখে সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন গঠনসহ আওয়ামীলীগের ২০১৮ সালের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় আসছে শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা জেলার প্রত্যেক উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
ওই সমাবেশ সফল ও স্বার্থক করতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার নেতাকর্মীসহ জাতি-বর্ণ-ধর্ম-নির্বিশেষে সকলকে যথাসময়ে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার রায় ও সাধারণত সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী এবং আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম