ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে

-- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন

শাহরাস্তি (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, “ঐক্যের বিকল্প নেই। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। দলের জন্য প্রত্যেকের অবদান রয়েছে। কেউ কাউকে ছোট করে দেখবেন না। আমরা যদি পরস্পরের প্রতি সম্মান দেখাতে না পারি, তবে জনগণও আমাদের শ্রদ্ধার চোখে দেখবে না।”
শনিবার (১৬ আগস্ট) দিনগত রাতে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা (চাঁদপুর-৫) বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
আনোয়ার হোসেন খোকন বলেন, “আমাদের কথাবার্তা ও আচার-আচরণ যেন জনগণকে কষ্ট না দেয়। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমরা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি যখন যে সিদ্ধান্ত নেবেন, আমরা সবাই মিলিতভাবে তা বাস্তবায়নে কাজ করব।”
তিনি আরও উল্লেখ করেন, দেশের ভেতরে-বাইরে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এসব মোকাবেলায় প্রয়োজন নেতাকর্মীদের মধ্যে আস্থা, ভ্রাতৃত্ববোধ ও সমন্বিত পদক্ষেপ। “দলকে শক্তিশালী করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করা সম্ভব।”
সভায় আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি এবং বিল্লাল হোসেন খোকন।
সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভার্চুয়ালি যুক্ত হন।
স্থানীয় নেতারা বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনায় তৃণমূলের নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলনকে বেগবান করবেন। তাঁরা মনে করেন, ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ দলই ভবিষ্যতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে সফল করবে।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম