
শ্রীলঙ্কায় শস্য উৎপাদনে উৎসাহিত করতে সরকারি চাকরিজীবীদের সপ্তাহে বাড়টি ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খাদ্য সঙ্কটের আশঙ্কা থেকে এটি করা হয়েছে। গত ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে ২২ মিলিয়ন জনসংখ্যার দেশটি চরম সঙ্কটে পড়েছে। এ অবস্থায় শনি ও রবিবার ছাড়াও সরকারি কর্মচারীরা শুক্রবার অতিরিক্ত ছুটি পাবেন।
এই এক দিনের জন্য তারা বেতনও পাবেন। আগামী তিন মাস এই ছুটির ব্যবস্থা কার্যকর থাকবে। তবে স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা এবং প্রতিরক্ষাসহ জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মচারীরা শুক্রবারের এই ছুটি পাবেন না।
শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিঃশেষ হয়ে গেছে এবং জ্বালানি আমদানি করতে গিয়ে দেশটি এখন হিমশিম খাচ্ছে। পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। ফলে দেশটির গণপরিবহন খাতও বিপর্যস্ত হয়েছে।
দেশটিতে সরকারির কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লাখ। শ্রীলঙ্কার সরকার চায়, এই বাড়তি ছুটির দিনে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির আশেপাশে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন। উৎপাদিত শস্য সে দেশে খাদ্য সঙ্কট মোকাবিলায় সহায়ক হবে।
করোনাভাইরাস মহামারি, ক্রমবর্ধমান জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে বড় ধরনের সঙ্কটে রয়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। বিদেশি মুদ্রার তীব্র সঙ্কট এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে শ্রীলঙ্কায় ওষুধ, জ্বালানি ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর সঙ্কটও চরমে উঠেছে।
বৈদেশিক মুদ্রার সঙ্কটের কারণে শ্রীলঙ্কার সরকার ইতোমধ্যেই খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে।
সূত্র: বিবিসি।