শোক দিবসে পুরাণবাজারে কামাল হাওলদারের উদ্যোগে তবারক বিতরণ

চাঁদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর শহরের পুরানবাজার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হাওলদারের উদ্যোগে তবারক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট)  সকাল থেকে বিকাল পর্যন্ত পুরানবাজার নতুন রাস্তা থেকে প্রায় ৩ হাজার অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে গরুর গোশত দিয়ে তৈরি প্রায় ৩০ ডেক তবারকগুলো বিতরণ করা হয়। ২ নং ওয়ার্ড ছাড়াও পাশবর্তী কয়েকটি ওয়ার্ডেও এ তবারক বিতরণ করা হয়।

এ সময় ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলমগীর গাজী, জাহাঙ্গীর শেখ, ছিডু দেওয়ান, তোফায়েল বেপারী, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক ছৈয়ালসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম