শোক দিবসে পতাকা টাঙাতে গিয়ে একজন গুরুতর আহত

জাতীয় শোক দিবসের পতাকা টাঙ্গাতে গিয়ে চঙ্গা থেকে পড়ে  গুরুতর আহত চাঁদপুর পাসপোর্ট অফিসের অফিস সহায়ক সালমানকে (৪০) ঢাকা নেয়া হচ্ছে।

চাঁদপুর: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে চঙ্গা থেকে পড়ে মোঃ সালমান(৪০) নামে একজন অফিস স্টাফ গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার  সকালে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

সালমান জেলা পাসপোর্ট অফিসের অফিস সহকারি। তার ডান পা ও বাম হাত ভেঙে গেছে। তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৬ ই আগস্ট বুধবার সকালে চিকিৎসক  ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন করা হয় হয়েছে।

আহত সালমান জানান,ঐদিন ভোর সাড়ে ছয়টার সময় জাতীয় শোক দিবসে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।মই বেয়ে নিচে নামার সময় নিচে পড়ে যান।এতে তার ডান পা ও বাম হাতে ভেঙ্গে গেছে। এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম