
চাঁদপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে সেরাবাংলা হোস্টেল মসজিদ কমিটির আয়োজনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
রবিবার (৯মার্চ ) বাদ আসর এই উপরলক্ষে ইফতার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে দেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান। এসময় তিনি রমজান মাসের ফজিলত, ইফতার, দুনিয়া ও অখেরাত সম্পর্কে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বিশেষ আলোকপাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা গণফোরণের সভাপতি ও চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সেলিম আকবর,চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক সেলিম,শফিক, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা,পৌর বিএনপির সদস্য সালাউদ্দিন সেলিম,হুমায়ুন কবির হুমা, ১৫ নং বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীরসহ এলাকার মুসল্লীগণ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন শেরে বাংলা হোস্টেল মসজিদের ইমাম আ ন ম মাওলানা মহিবুল্লাহ। সবশেষে উপস্থিত সকল মুসল্লিদের মাঝে ইফতারি বিতরণ করা হয়।
ফম/এমএমএ/