শেখ হাসিনা গত ৪২ বছরে সংগ্রামী নেতায় পরিণত হয়েছেন : ড. সেলিম মাহমুদ 

চাঁদপুর :  বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু রাষ্ট্রই নয়, এ রাষ্ট্রকে টেকসই এবং স্থায়ী করার জন্যে যা যা দরকার তা তিনি করেছিলেন। আজ তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার নেতৃত্বের হাল ধরেছেন। দেশে উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। এদেশের মানুষের নিরাপত্তার জন্যে কাজ করেছেন। নিজের পরিবারের সবাইকে হারিয়েও প্রধানমন্ত্রী এদেশের মানুষের জন্যে চিন্তা করে বিদেশ থেকে ফিরে এসেছিলেন। গত ৪২ বছর ধরে সংগ্রামী নেতা হিসেবে পরিণত হয়েছেন। আজ তিনি বিশ্ব নেতা হয়েছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ডিগ্রি কলেজ মিলনায়তনে ৪নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের জাতীয় স্বার্থের জন্যে কাজ করেছেন। এ দেশের জনগণের মঙ্গল একমাত্র আওয়ামী লীগই চায়। এখন সাধারণ মানুষ অপপ্রচার, মিথ্যাচারকে বিশ্বাস করে না। এদেশের যা কিছু মঙ্গলদায়ক সব আওয়ামী লীগ সরকারই করেছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহাদ গাজীর সভাপতিত্বে সভার সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওমর ফারুক।
এসময় জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম