চাঁদপুর: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র রাষ্ট্র নায়ক যিনি বাংলাদেশের সকল মানুষকে নিয়ে ভাবেন। যে কারণে তিনি ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে জমি ও ঘর করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের নুরুল আজাদ কলেজ মাঠে কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে উন্নয়ন ও প্রচার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষা বিস্তারের জন্য কাজ করে যাচ্ছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাচ্ছি।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফয়সাল আজাদ রুবেলের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, কাদলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম রিহাত, পৌর আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য দেন-বাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, কাদলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাউছার আলম প্রধান, উপজেলা ছাত্রলীগৈর সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন বিপ্লব, আওয়ামী লীগ নেতা আবু হানিফ ও সাবেক ছাত্র নেতা মাহবুবে রাব্বি মানিক প্রমূখ।
কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/ইসমাইল/