চাঁদপুর: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী দেশরত্ন মানবিক জননী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর শহরের শপথ চত্তর এলাকা থেকে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শপথ চত্তর এলাকায় এসে শেষ হয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজির সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খানের পরিচালনায় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, চাঁদপুর পৌর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর মো. সোহেল রানা, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন গাজী, চাঁদপুর পৌর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তৌহিদুল ইসলাম মিলন, সোলায়মান হোসেন রাজু, সাইফুর রহমান মিশু, রিয়াজ উদ্দিন পাবেল, সাগর পাটওয়ারী, শাহ আলম মোল্লা, সাব্বির আহমেদ মারুফ, হাবিবুর রহমান রাজুসহ জেলা, সদর, পৌর, বিভিন্ন ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এরপূর্বে বাদ জোহর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
ফম/এমএমএ/