মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বস্ত্র বিতরণ, আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বক্তব্যে তিনি বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা সেদিন ঝঁপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধে। যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। যিনি জীবন দিয়ে বাংলাদেশ গঠন করেছেন।
তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা। এমএ কুদ্দুস আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিয়সী নারী। যার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নে তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার বার বার তাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চাই। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকাতেই আমরা উন্নত বাংলাদেশ পেয়েছি।
এই উন্নত দেশ ধরে রাখতেও শেখ হাসিনাকেই ক্ষমতায় দরকার। তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চান।
সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী, রাধেশ্যাম সাহা, সাংবাদিক শামসুজ্জামান ডলার, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবর রহমান, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সেন্টু, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি ওমর আলী, যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তাছলিমা আক্তার আঁখি, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ দোয়া, কেক কাটা ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকল ইউনিয়নে গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
ফম/এমএমএ/