মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অগ্রগামী নারী। যার সুদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই মহান মানবতার মা এর ৭৫তম জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এমপি রুহুল আমিন আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন থেমে যান নি। তেমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থেমে যান না। সকল ত্যাগ ও ষড়যন্ত্র রুখে দিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি মহিলা আওয়ামী লীগকেও তিনি ঢেলে সাজিয়েজেন। আজকের এই মহিলা আওয়ামী লীগের নারীরা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চান।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তারের সভাপতিত্বে ও মহিলা আওয়ামী লীগ নেত্রী তাছলিমা আক্তার আঁখির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন সুলতানা, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভিনা আক্তার, নার্গিস বেগম, লাভলী আক্তার, শিল্পী আক্তার, শান্তা আক্তার, রেনুজা বেগম, স্বপ্না আক্তার প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলাম লস্কর, সদস্য বাবু রাধেশ্যাম সাহা চান্দু, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিয়া আসাদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ সহ উপজেলা ও সকল উন্নয়ন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে কেক কাটা, মিলাদ মাহফিল শেষে আনন্দ র্যালী বের করা হয়।
ফম/এমএমএ/