চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, মৎস উৎপাদনে বাংলাদেশ চতুর্থ স্থান অর্জন করেছে। তাই মৎস্য সম্পদ রক্ষা করতে আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। তার হাতকে শক্তিশালি করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী মৎসজীবী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা মৎসজীবীদের পাশে আগে ছিলাম, এখনো আছি। যেখানেই জেলেদের হয়রানি বা নির্যাতন করা হয়, তখনই তাদের পাশে থেকে সহায়তা করা হয়। তবে জেলেরা যদি আইনের সাথে থাকে তাহলে ভয়ের কিছু নাই। যখন অসাধু জেলেরা জাটকা নিধন করে তখন আপনারাও তাদের প্রতিহত করবেন। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ ইলিশের কারণে সারাবিশে^ চাঁদপুর পরিচিত। সেই ইলিশ সম্পদকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। ইলিশ সম্পদ রক্ষা করতে শুধুমাত্র প্রশাসনের দিকে চেয়ে থাকা লাগবে না। এ সম্পদকে রক্ষা করতে আপনারাও মাঠে সক্রিয় ভূমিকা পালন করবেন। কারেন্ট জাল যে অসাধু জেলে ব্যবহার করবে তাদেরকে আপনারাই প্রতিহত করুন।
আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
আওয়ামী মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম ও সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর প্রমূখ।
ফম/এমএমএ/