চাঁদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে শহরের মিশন রোডসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতীর ফলজ ও বনজ গাছ রোপন করা হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলে নেতৃত্বে সহ সভাপতি জাহিদুর রহমান জাহিদ, জসিম উদ্দিন রাসেল, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুয়েল, আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম শাওন, সদস্য আবু সায়েমসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/