শেখ হাসিনার জন্মদিনে চাঁদপুরে ডাঃ সাগরের ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁদপুর : জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ (সাগর)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর বেলভিউ হসপিটালে দিনব্যাপি ফ্রি রোগী দেখেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা. হারুন অর রশিদ (সাগর) বলেন, যার জন্ম না হলে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হতোনা। তারই সুযোগ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রীর শেখ হাসিনার শুভ জন্মদিন। এই জন্মদিনে আমার এই ক্ষুদ্র উদ্দোগ, এতে যদি একজন মানুষ ও উপকৃত হয় তা হলে এই জনেনত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সফলতা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা উন্নত বাংলাদেশ বিনির্মাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সবাই তাঁর সারথী হয়ে কাজ করে যাচ্ছি। আগামীর সুন্দর একটি দেশ বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করবো। আগামীতে আমরা এক মঞ্চে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য কাউসার আহমেদ সোহাগ পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম পাটওয়ারী, জেলা ছাত্রলীগ নেতা আরিফ হোসেন মজুমদার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র লীগের সহসভাপতি ফরিদুজ্জামান বাধন, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, ১নং বালিথুবা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ রাব্বি, ছাত্র লীগ নেতা কাউসার আহমেদ স্বপন, আবদুর রউফ রুবাইয়াত প্রমুখ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম