শেখ হাসিনার অধীনেই আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে : মায়া

মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় শান্তি ও উন্নয়ন সমাবেশ

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। নভেম্বর ৮-১০ তারিখের মধ্যে তফসিল হবে। এই নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হবে।

শনিবার (৭ অক্টোবর)  বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, নির্বাচনে কারা আসল কারা আসলো না তার জন্য বসে থাকার সময় নাই। কারণ বিএনপি জামায়াতের কাজই হল নির্বাচন আসলে তা কিভাবে বানচাল করা যায়, সেই চিন্তা করা। কিন্তু জনগণ কোনভাবেই তাদের হাতে ক্ষমতা দিবে না। জনগণ শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত হন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা জনগণকে জানান। যাতে জনগণ আরো সচেতন হয়, সরকারের উন্নয়ন সম্পর্কে জানে এবং আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দেয়। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু প্রমুখ।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, জাহাঙ্গীর আলম হাওলাদার, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, ছাত্রলীগ নেতা ছদরুল আমিন, জুবায়ের হোসেন জনি, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা তোফায়েল সরকার, শ্রমিক নেতা শামীম হোসেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম