
চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন থেকে জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে মিছিল শুরু হয়ে জেলা আ.লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ঝন্টু দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর।
বক্তারা বলেন, যুবলীগের নেতাকর্মীরা রাজপথে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত। অতএব কোনো ধরনের হুমকি-ধমকি দিয়ে কাজে আসবে না। যারা রাজপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে, তাদেরকে রাজপথেই শক্তহাতে প্রতিহত করা হবে।
অবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দাতা এবং অসৌজন্যমূলক উক্তি দাতাকে গ্রেফতার করা ও শাস্তির দাবি জানান বক্তারা।
চাঁদপুর জেলা যুবলীগের সদস্য নীলু হাওলাদার, অরুপ কর্মকারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
ফম/এমএমএ/