
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিছিল শেষ হয়।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপ দপ্তর সম্পাদক ও পিপি অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা মাসুদা নুর, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোঁপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, জেলা বিএম এ সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম। জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, জেলা মৎস্যজীবি লীগের সহ সভাপতি শাহ আলম মল্লিক প্রমুখ।
ফম/এমএমএ/