মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই দেশের উন্নয়ন, দেশের জনগণ শান্তিতে থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী কখনোই নিজের জন্য কোন চিন্তা করেন না, তিনি সারাক্ষণ শুধু দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন। তাই সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৯ আগস্ট )বিকালে মতলব উত্তর উপজেলার নন্দলালপুর আহরনী সংঘ ও ইসলামাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমএ কুদ্দুস আরো বলেন, যার জন্য আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেলাম। সেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে স্বাধীনতা বিরোধী রাজাকারেরা। আজকের এই দিনে বঙ্গবন্ধু সহ তার পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করছি। যেসকল রাজাকারেরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে বাংলার মাটিতে তাদের ঠাঁই নেই। আগামী নির্বাচন ঘিরে তারা এখনো বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের আরো কোন সুযোগ দেওয়া হবে না। বাংলার মাটি থেকে মহান মুক্তিযুদ্ধ বিরোধীদের উৎখাত করা হবে। দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তার সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকাতে। সেই উন্নয়নের বিরুদ্ধেও তারা ষড়যন্ত্র করছে। তাই সকলকে সর্তক থাকতে হবে যাতে করে আমাদের মাঝে ঐ স্বাধীনতা বিরোধীরা কোন প্রকার অশান্তি হানাহানি সৃষ্টি করতে না পারে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। তিনি আমাদেরকে দিয়েছেন পদ্মসেতু, মেট্রোরেল, পরমানু বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়ে, প্রতিটি মানুষের নিরাপত্তা, খাদ্য সহায়তা, বাসস্থান সহায়তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, নাপিত ভাতাসহ যাবতীয় ভাতা। তিনি দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রে ভ্রমনের জন্য ই-পাসপোর্ট ব্যবস্থাপনা এবং বিনা ভিসায় প্রায় ৪০ টি দেশে ভ্রমনের সুবিধা। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন সে অনুযায়ী সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের মানুষের উন্নতির কথা চিন্তা করে তিনি পর্যায়ক্রমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী ২০৪১ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পাবো স্মার্ট বাংলাদেশ। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করি। আমি চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক প্রত্যাশী, সবাই আমার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান প্রমুখ। আহরনী সংঘ এর সভাপতি আমির হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং আহরনী সংঘ এর সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের পরিচালনায়
আরো বক্তব্য দেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, সাবেক শিক্ষক রনজিৎ মাস্টার, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, নন্দলালপুর বণিক সমিতির সহ-সভাপতি জলিল মুন্সি, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, ইউপি সদস্য বিল্লাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। উপস্থিত ছিলেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, উজেলা ছাত্রলীগের সাবেক সদস্য কালা সুজন, সাবেক ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম, যুবলীগ নেতা জসিম উদ্দিন, কামরুল হাসান সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং নন্দলালপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবর্গের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
ফম/এমএমএ/