
চাঁদপুর: চাঁদপুর জেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা যুবদল।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের চিএ এলাকা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক।
সমাবেশে অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল,শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার ,সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, শহর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন,শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক পায়েল,সহ সাংগঠনিক সম্পাদক জাফর প্রধানীয়া, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান, সুমন বেপারী ,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার সম্পন্ন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে শেখ ফরিদ আহমেদ মানিককে কারাগারে পাঠিয়েছে।আমরা সরকারকে বলতে চাই আমাদেরকে কোন ভয় দেখিয়ে লাভ হবেনা।অচিরেই শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে মুক্তি দিতে হবে। অন্যথায় এর দায় ভার সরকারকেই নিতে হবে।
ফম/এমএমএ/