চাঁদপুর: ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা বিভাগীয় বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেছে চাঁদপুর জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রেলিতে অংশগ্রহণ করে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা জমজম টাওয়ারের সামনে থেকে রেলিটিতে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ , জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ ও সিনিয়র যুগ্ন সম্পাদক মনির হোসেন মুন্না প্রমুখ।
ফম/এমএমএ/