শেখ কামাল স্পোর্টস একাডেমীর সভাপতি রোমান, সেক্রেটারি বাবু ও সাংগঠনিক মোতালেব 

চাঁদপুর: আগামী ৪ বছরের জন্য শেখ কামাল স্পোর্টস একাডেমী চাঁদপুরের কমিটি গঠন করা হয়েছে।  একাডেমীর সভায় উপস্থিত  সকলের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। একাডেমীর প্রধান উপদেষ্টা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

একাডেমীর  সভাপতি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান,  সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মোতালেব।

একাডেমীর উপদেষ্টারা হলেন:  ডাঃ জে আর ওয়াদুদ টিপু, মোঃ ইউসুফ গাজী,  জিল্লুর রহমান জুয়েল,  তাফাজ্জল হোসেন পাটওয়ারী ও নুরুল ইসলাম নুরু।

একাডেমীর সহ-সভাপতি আইয়ুব আলী বেপারী,  অ্যাডঃ সাইফুদ্দিন বাবু ও হুমায়ুন কবির মোল্লা। সহ-সাধারন সম্পাদক অ্যাডঃ মোঃ হেলাল হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও অ্যাডঃ হুমায়ন কবির সুমন। সহ- সাংগঠনিক সম্পাদক আবুল বারাকাত রেজওয়ান,  কোষাধ্যক্ষ সোহেল রানা,  প্রচার সম্পাদক রবিন পাটওয়ারী,  দপ্তর সম্পাদক মোশারফ বাবু,  ক্রীড়া সম্পাদক মজিবুল হক রাসেল, সহ – ক্রীড়া সম্পাদক মাইনুদ্দিন মিজি।

নির্বাহী সদস্য:  আলমগীর ভুইয়া, সন্জিত পোদ্দার,  আখতার হোসেন খান, জুলফিকার আলী ভুটু, সঞ্জয় কমকার সুখন, জহির উদ্দিন মিজি, সাদ্দাম হোসেন খান, আবুল কালাম,  মহসিন ভুইয়া ও সিরাজুস সালেকিন মুরাদ।

একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন- রাফসান জানি,  মোশাররফ বাবু, হানিফ ঢালী হীরা, মোশারফ সবুজ, মেহেদী হাসান,  ফয়সাল সানি, ফজলুল হক,  সাদ্দাম হোসেন,  মাসুদ মোল্লা,  সাইদুল ইসলাম জিসান ও ফজলে রাব্বি।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম