শৃঙ্খলা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ

চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের আয়োজনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলাক্ষে মিলাদ মাহফিল, বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরের কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত জেলা কমান্ডার ও সুজাতপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) এম এ ওয়াদুদ।

তিনি বলেন, আজকে এই প্রথম বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান। যা প্রথম হলোও শেষ নয়। এই ধরনের বৃত্তি প্রদান যতদিন এ প্রতিষ্ঠান থাকবে ততদিন চলবে। একটা জাতির প্রধান হলো শৃঙ্খলা। শৃঙ্খলা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। শৃঙ্খলা মানুষের জিবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুজাতপুর শুধু কলেজই নয়, এখানে মানুষ মানুষের জন্যে ভালোবাসা রয়েছে। প্রকৃত মানুষ গড়তে হলে নিষ্টাবান মানুষ হতে হবে।

তিনি আরও বলেন, এই কলেজ প্রাঙ্গন থেকে আমরা মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছি। এই কলেজে প্রতিদিন আমরা পতাকা উত্তোলন করেছি। যার দরুন এই কলেজ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। একতা থাকার কারনে পাক হানাদার বাহিনী আমাদেরকে কিছু করতে পারিনি। আমাদের লক্ষ্য এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবো। উন্নতমানের চিন্তা ধারণায় এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলবো।

সুজাতপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজাতপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ড. এম মেসবাহ উদ্দিন সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার, প্রকৌশলী আব্দুল হাই।

সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক শেফালি বেগমের ও নুরুন্নাহারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অধ্যাপক সুব্রত দাস।

মানপত্র পাঠ করেন একাদশ শ্রেনীর শিক্ষার্থী মেঘলা ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন অভি আক্তার ।

অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন সোলাইমান পাটোয়ারী।

পরে বিদায়ী শিক্ষার্থীদের জন্যে মিলাদ পরিচালনা করেন সুজাতপুর ডিগ্রি কলেজের মসজিদের খতিব মো. আবু হুরায়রা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী শাহপরান ও গীত পাঠ করেন লীমা মন্ডল। পরে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম