শুধু আইনগত দিক থেকে নয় মানবিকতা দিয়ে তিনি কাজ করেছেন

চাঁদপুর বাপসার পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায় সংবর্ধনায় বক্তারা

চাঁদপুর : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগষ্ট) বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বক্তব্যে বলেন, বিদায় আমাদের একটা নিয়মিত অংশ। ইউএনও হিসেবে এটা আমার একমাত্র উপজেলা। যারজন্য এ উপজেলার আমার কাছে অনেক গুরুত্ব বহন করে। বিদায় একটা দুঃখের বিষয় কিন্তু আমার কাছে একটা নতুন কিছু দায়িত্ব পাওয়া। ২ বছর ৮মাস কিভাবে পার হয়েছে আমি বুজতেই পারি নাই। তারমানে আমি বলবো আমার সময়টা ভালো গেছে। এটার কৃতিত্ব চাঁদপুরবাসীর। আমি একটা ভালো টিম পেয়েছি।

তিনি আরো বলেন, আমাদের ইউপি সচিবরা খুব স্মার্ট। ইউপি সচিবরা খুবই দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করেছে। সকল ইউপি সচিবদের কারণে টিসিবি পণ্যের কাজ খুব সুন্দরভাবে গ্রাম পুলিশরা করতে পেরেছে।

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সদর সহকারি কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ।

বাপসার সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস রোকনের সঞ্চালনায় অনুভূতি ব্যক্ত করেন, বাপসার যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল হাসান, আশিকাটি ইউপি সচিব আবু বকর, হিসাব সহকারি মো. সালাউদ্দিন প্রমূখ।

বক্তারা অনুভূতি ব্যক্ত করে বলেন, আপনি মাতৃকালীন ছুটিতে থেকেও বাসায় বসেও কার্যক্রম পরিচালনা করেছেন। আপনি আপনার দায়িত্বে থেকে শাসনও করেছেন আবার আদর স্নেহও করেছেন। শুধু আইনগত দিক থেকে নয় মানবিকতা দিয়ে তিনি কাজ করেছেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বাপসার সাংগঠনিক সম্পাদক সালামত উল্যাহ খান।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম