চাঁদপুর : চাঁদপুরে তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে আউটার স্টেডিয়ামে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
পরে সন্ধ্যায় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্পমেলার মঞ্চে ক্যারিয়ার সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, এখানে আবেদন করে চাকরি পেলেন কী, পেলেন না, সেটা গুরুত্বপূর্ণ নয়। এখানে আবেদন করার মাধ্যমে আপনি আপনার স্কিল সম্পর্কে জানতে পারেন।
ডিসি বলেন, তরুন প্রজন্মরা বেশিরভাগ সময়ে সরকারি চাকরি খুঁজে। সরকারি প্রতিষ্ঠানে না গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিজের চাকরি খুঁজেন। নিজের স্কিল কিভাবে ধরে রাখা যায় তার দিকে নজে দিতে হবে। ঘরে বসেও অনেক সসয় ভালো কাজ করা যায়। এখানে চাকরি পেতে হলে সাধারণ জ্ঞান দিয়ে চাকরি পাওয়া যায় না।
ডিসি বলেন, তরুন প্রজন্মরা কী না করতে পারে তা মার্ক জাকারবার্গ দেখে বুঝতে পারবেন। আজকের মত এধরণের প্রতিষ্ঠানগুলো স্কিল সম্পন্ন তরুনদের খুজছে। আমি ভবিষ্যতে ব্যাংকগুলো নিয়ে এধরণের আরেকটি আয়োজন করবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন।
আলেঅচনা সভার পূর্বে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা আয়োজিত চাকরির মেলার বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী চাকরীর মেলায় সাতটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানে শুধুমাত্র চাঁদপুর থেকে ৬০ জনের চাকুরী সুযোগ রাখা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- চাঁদপুরেরে নর্থ ভিউ লার্নিং সেন্টার, কর্ণার ডেভেলপার লি:, প্রমিজ ডেলিভারী লিমিটেড, বদলাও ইয়ুথ ফাউন্ডেশন, ই লার্নিং এন্ড আর্নিং চাঁদপুর, প্রমিজ ফুটওয়্যার লিমিটেড ও চাঁদপুর ক্যারিয়ার এইড ।
সকাল থেকে চাকুরী প্রত্যাশী নারী-পুরুষদের জীবনবৃত্তান্ত জমা দিতে দেখা যায়। এমন চাকরীর মেলার আয়োজন দেখে খুশি কর্মমুখীরা।
ফম/এস.পলাশ/এমএমএ/