শুক্রবার সাহিত্য একাডেমীর স্মারকগ্রন্থ ‘সুবর্ণ-শতক’-এর পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান

প্রধান অতিথি শিশুসাহিত্যিক ফারুক হোসেন

চাঁদপুর:  মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর স্মারকগ্রন্থ ‘সুবর্ণ-শতক’-এর পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান শুক্রবার (১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

সাহিত্য একাডেমী, চাঁদপুরের আয়োজনে চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে বিকেল ৪টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও সাবেক সচিব ফারুক হোসেন।

চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমীর সভাপতি অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কথাসাহিত্যিক ও উপসচিব মঈনুল হাসান এবং জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।

স্বাগত বক্তব্য রাখবেন সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত।

উল্লেখ্য, স্মারকগ্রন্থ ‘সুবর্ণ-শতক’ সম্পাদনা করেছেন ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া ও মুহাম্মদ ফরিদ হাসান।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম