শুক্রবার মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ সভা আয়োজন করা হয়েছে।

আগামীকাল  শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সুজাতপুর বাজারস্থ পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অ্যাড. রুহুল আমিনের নির্দেশে আগামীকাল এক বিশেষ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উক্ত সভায় উপস্থিত থাকার জন্য, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সকল সদস্য, উপজেলার সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি/ সাধারণ সম্পাদক, ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক, পৌর/ ইউনিয়ন আওয়ামী লীগ/ চেয়ারম্যান/ ভাইস চেয়ারম্যান/ পৌর, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এসকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও সভাপতি/ সাধারণ সম্পাদক/ মহিলা আওয়ামী লীগ/ কৃষকলীগ/ স্বেচ্ছাসেবক লীগ/আওয়ামী যুবলীগ/ শ্রমিক লীগ/ বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ/ বাংলাদেশ তাঁতী লীগ/ যুব মহিলা লীগ/ আওয়ামী মৎস্যজীবী লীগ, মতলব উত্তর, চাঁদপুরকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেলো।

এমএ কুদ্দুস বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কাজ করতে হবে। এ বিষয়ে আলোচনা পর্যালোচনা করার জন্য এ সভা ডাকা হয়েছে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম